Rajganj: শ্মশান যাত্রায় বাজলো ডিজে। রাজগঞ্জের দুবুরাগঞ্জ এলাকায় - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! Rajganj: শ্মশান যাত্রায় বাজলো ডিজে। রাজগঞ্জের দুবুরাগঞ্জ এলাকায়

Rajganj: শ্মশান যাত্রায় বাজলো ডিজে। রাজগঞ্জের দুবুরাগঞ্জ এলাকায়

অনুপম রায়, রাজগঞ্জ ১২/০৬/২০২২: বৃদ্ধার মৃত্যুতে আনন্দে মাতল পরিজন থেকে শুরু করে গ্রামবাসীরা। শ্মশান যাত্রা এমন বিরল দৃশ্য ঘিরে হতবাক পথচলতি মানুষ। ১২ই জুন রবিবার এমনই ঘটনা সামনে এসেছে রাজগঞ্জের দুবুরাগঞ্জ এলাকায়। ১০৪ বছর বয়সে বৃদ্ধার মৃত্যুতে আনন্দ পরিজনদের। মৃত বৃদ্ধার নাম মালতি সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর। রাজগঞ্জ ব্লকের দুবুরাগঞ্জ এলাকার বাসিন্দা। আর এতেই আনন্দ আত্মীয় পরিজনদের। ঠাকুরমার মৃত্যুতে আনন্দে মেতে ওঠে বৃদ্ধার পৌত্ররা।

 মৃত বৃদ্ধার আত্মীয়রা জানায় ১০৪ বছর হয়েছে সেই মতে তার অন্তিম সংস্কার ভালোমতো আনন্দের সাথে করবো তাই আমরা সবাই মিলে ডিজে এবং ব্যান্ড পার্টি নিয়েই এই আয়োজন করে থাকি। এবং জানা গিয়েছে বৃদ্ধার এই শেষ ইচ্ছে ছিল যে তার অন্তিম সংস্কার যেন সবাই হাসি মুখে তাকে বিদায় জানায়। রবিবার বিকেল নাগাদ বৃদ্ধার শ্মশান যাত্রা বের হয়। যে শ্মশানযাত্রায় ডিজে ব্যান্ড বাজনা বিভিন্ন সামগ্রী মাধ্যমে আনন্দ পড়তে লক্ষ্য করা যায় পরিজনদের। গ্রামবাসীদের সাথে নিয়ে কয়েকশো মানুষের ভিড় নাচতে নাচতে গোটা রাজগঞ্জের দুবুরাগঞ্জ এলাকায় পরিক্রমা করে এই শ্মশান যাত্রা।


Advertisement
close