আলাপ হয়েছিল ফেসবুকে মাধ্যমে। তারপরেই ফিল্মি কায়দায় প্রেমিকাকে নিয়ে চম্পট দেয় প্রেমিক যুবক। এই নিয়ে যুবতীর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। জানা গেছে, ধূপগুড়ি থানার অন্তর্গত সজনাপাড়া এলাকার বিলকিশ পারভিনের সাথে হাওড়া সংলগ্ন এলাকার এক যুবকের ফেসবুকের মাধ্যমে আলাপ হয়। এরপর উভয় পরিবারের তরফে বিয়ের জন্য দেখাশোনা করে। কিন্তু মেয়ের বাড়ির লোকজন এই বিয়েতে রাজি হননি বলে অভিযোগ। এই নিয়ে যুবতীর মাসি রমিনা বেগমের অভিযোগ করে বলেন, আজ সকালে বিলকিশ পারভিন বাজারে আসলে তাকে তিনটি ছেলে তুলে নিয়ে যায়। পরবর্তীতে বিলকিস পারভিন বাড়িতে ফোন করে জানায় যে তিনটি ছেলে তাকে তুলে নিয়ে যাচ্ছে। এমনকি যে ছেলেটির সাথে কথা হত সেখানে সেই ছেলেটিও ছিল। তারপর থেকেই বিলকিস পারভিনের মোবাইল ফোন বন্ধ বলে দাবি পরিবারের। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।