চার চাকার যাত্রীবাহী গাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার পথে দুই যুবককে গ্রেপ্তার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গজলডোবা ফুলবাড়ি ক্যানাল রোড দিয়ে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম আকাশ দে ( ২২ ) ও শের আলি ( ২০ )। দুজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এলাকায়। তবে আকাশ শিলিগুড়ির প্রধাননগর এলাকায় ভাড়াবাড়িতে থাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানাল রোডে নাউয়াপাড়া ট্রাফিক পয়েন্টে নিয়মিত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এদিন কালো কাঁচ লাগানো ছোট চার চাকার যাত্রীবাহী গাড়ি যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালালে একটি পিস্তল উদ্ধার হয়। ওই ঘটনায় গাড়িতে থাকা দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ওই দুই যুবক তাদের শিলিগুড়ির ডাঙ্গিপাড়ার এক পরিচিতর কাছ থেকে গাড়িটি নিয়ে কোথাও যাচ্ছিল। পিস্তলটি কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলার পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমবাড়ি ফারিরি পুলিশ জানিয়েছে।