বহুতলে অবৈধ নির্মাণের অভিযোগ। বারবার পুরনিগমে এনিয়ে অভিযোগ এসেছে। শনিবারও মেয়রকে বলো কর্মসূচীতে অভিযোগ আসে। এরপরই সোমবার ১০ নম্বর ওয়ার্ডে কেসি দে রোডে বহুতলে থাকা অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরনিগম।
শিলিগুড়ি শহরজুড়ে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ আসছে পুরনিগমে। গত কয়েকমাসে বেশ কিছু অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। শনিবার মেয়র গৌতম দেবকে ফোন করে ১০ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা অভিযোগ করেন, সেখানে একটি বহুতলে অবৈধ নির্মাণ হচ্ছে। এরপরই মেয়র জানান কর্তৃপক্ষকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। সোমবার সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হবে। মেয়রের নির্দেশ মত সোমবার সকালে সেখানে যায় পুরনিগমের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। ১২ টা থেকে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। বহুতলের বাইরের দিকে থাকা টিনের শেড ও উপর তলায় অবৈধ নির্মাণ এদিন ভেঙে দেওয়া হয়েছে।
যদিও বহুতলের মালিক তারকেশ্বর গুপ্তা বলেন, পুরনিগমের তরফে কোনো নোটিশ দেওয়া হয়নি। হাইকোর্টে মামলা চলছে। পুরনিগমের কমিশনারকে জানানোর পরও নির্মাণ ভেঙে দেওয়া হয়।