বেলাকোবা: রাজগঞ্জ ব্লকের সমস্ত জয়ী তৃণমূল প্রার্থীদের সংবর্ধনা দিল রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। শনিবার বেলাকোবার বাবু পাড়া হরি মন্দির সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজগঞ্জ বিধায়ক খখেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জী, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ সহ অনান্য নেতৃবৃন্দ। বেলা সাড়ে তিনটে নাগাদ এই অনুষ্ঠানটি শুরু হয়। এদিন রাজগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের জয়ী প্রার্থী ছাড়াও অঞ্চল সভাপতি সহ তৃণমূল বেশ কিছু কর্মীদের সংবর্ধনা তুলে দেন ব্লক নেতৃত্ব। পাশাপাশি আগামী ২১ শে জুলাই কলকাতায় তৃণমূলের জনসভায় যাওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয় বলে জানান তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জী। এই জয় মানুষের জয়, মমতা ব্যানার্জী উন্নয়নে সাড়া দিয়েই সাধারণত মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন বিধায়ক খগেশ্বর রায়।