৫১১ কোটি টাকার মেগা পরিশ্রুত পানীয় জলের প্রকল্প গজলডোবায়! - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ৫১১ কোটি টাকার মেগা পরিশ্রুত পানীয় জলের প্রকল্প গজলডোবায়!

৫১১ কোটি টাকার মেগা পরিশ্রুত পানীয় জলের প্রকল্প গজলডোবায়!

শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মেটাতে গজলডোবায় ‘অম্রুত’ প্রকল্পের মাধ্যমে পানীয় জলের প্রথম পর্যায়ের কাজের শিলান্যাস করলেন মেয়র গৌতম দেব। এদিন শুক্রবার গজলডোবায় হাওয়া মহলের পাশে এই কাজের শিলান্যাস করেন মেয়র। এদিন এই অনুষ্ঠানে শিলিগুড়ি পুরোনিগমের মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দুলাল দত্ত সহ পুরনিগমের ইঞ্জিনিয়ার সহ কাউন্সিলররা। জানা গিয়েছে, অম্রুত ২.০ প্রকল্পের মাধ্যমে প্রায় ৫১১ কোটি টাকা ব্যয়ে মেগা পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের কাজ করা হবে।

আজ প্রথম পর্যায়ে কাজের শুভ শিলান্যাস করা হল। প্রথম পর্যায়ে প্রায় ২০৪ কোটি টাকা ব্যয়ে এই কাজ করা হচ্ছে। যেখানে ইনটেক ওয়েলের মাধ্যমে গজলডোবা থেকে তিস্তা নদীর জল ফুলবাড়িতে আনা হবে। সেই জল পরিশ্রুত করার পর বৃহত্তর শিলিগুড়িতে সরবরাহ করা হবে।

এই বিষয়ে শিলিগুড়ি মেয়র গৌতম দেব জনান, অম্রুত ২.০ জল প্রকল্পের প্রথম পর্যায়ে ২৮ কিলোমিটার পাইপলাইন স্থাপন সহ নানা কাজের শিলান্যাস করা হল। প্রথম পর্যায়ে ২০৪ কোটি টাকা ব্যয়ে এই কাজটি করা হবে। দ্বিতীয় পর্যায়ের কাজের টেন্ডার হয়ে গেছে। আশা রাখছি সেই কাজটিও আমরা পুজোর আগেই ওয়ার্ক অর্ডার দিয়ে সম্পূর্ণভাবে কাজ শুরু করতে পারবো। এছাড়া ফুলবাড়িতে বিকল্প জল উত্তোলনের কেন্দ্রের কাজও দ্রুত গতিতে চলছে। পুজোর আগে সেই কাজও সম্পন্ন হয়ে যাবে। খুব দ্রুত অম্রুত প্রকল্পের এই কাজ সম্পন্ন করে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে বলে জানান তিনি।

Advertisement
close